ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

দর পতনের শীর্ষে বিবিএস কেবলস


নিউজ ডেস্ক
117

প্রকাশিত: ১৯ জানুয়ারীজানুয়ারী ২০১৮
দর পতনের শীর্ষে বিবিএস কেবলস



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৯নভেম্বর) ১০ শতাংশ বা ১১ টাকা ৪০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দাম কমার শীর্ষে (টপটেন লুজার) উঠে এসেছে  বিবিএস কেবলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে । ডিএসই সূত্র অনুযায়ী,১৯ নভেম্বর শেয়ারটি সর্বশেষ ১০২ টাকা ৬০ পয়সা দামে লেনদেন হয়। এদিন কোম্পানিটি দুই ৯৩২ ট্রেডে ১৪ লাখ ৯৬ হাজার ৬৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৩৯ লাখ টাকা। ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ১০০ টাকা ৬০ পয়সা থেকে ১০৫ টাকা ৮০ পয়সায় মধ্যে  উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ৭০ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ১৩৯ টাকা ২০ পয়সা। লুজারে ৯.১৯ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দ্বীতীয় স্থানে রয়েছে ইমাম বটন লি.। লুজারে ৮.৯৯ শতাংশ বা ৩ টাকা ২০ পয়সা শেয়ার প্রতি দাম কমে তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স লিমিটেড। [caption id="attachment_6550" align="alignnone" width="1004"] ডিএসই[/caption] লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-বিডি ওয়েল্ডিংয়, আলিফ ম্যানুফ্যাকচারিং, জুট স্পিনার্স, জিপিএইচ ইস্পাত, আলিফ ইন্ডাস্ট্রিজ,হাক্কানী পাল্প এন্ড পেপার, বীচ হ্যাচারি।

আরও পড়ুন:

বিষয়: