ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

তৃতীয় প্রান্তিকে ফাইন্যান্স খাতে ৫৪% কোম্পানির ইপিএস বৃদ্ধি


নিউজ ডেস্ক
75

প্রকাশিত: ১৮ জানুয়ারীজানুয়ারী ২০১৮
তৃতীয় প্রান্তিকে ফাইন্যান্স খাতে ৫৪% কোম্পানির ইপিএস বৃদ্ধি



স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ফাইন্যান্স খাতে ৫৪.৫৪% কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বৃদ্ধি পেয়েছে। এ সময় মোট ২২টি কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশিত হয়। ৩ মাসে ইপিএস বৃদ্ধির দিকে থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটি গত বছর একই সময় লোকসানে ছিল। এই বছর ৫০০% ইপিএস বৃদ্ধির মাধ্যমে কোম্পানিটি লাভের খাতায় পা দিয়েছে। তবে ৯ মাসের ইপিএস হিসাব করলে কোম্পানিটি এখনও গত বছরের তুলনায় পিছিয়ে আছে। ৯ মাসের চিত্র অনুযায়ী ফাইন্যান্স খাত এই বছর মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় মাত্র ৩৬.৩৬% কোম্পানির ইপিএস বৃদ্ধি পেয়েছে।secsect

আরও পড়ুন:

বিষয়: