ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

আবারও সূচকের মেজর সাপোর্ট ব্রেক ডাউন


নিউজ ডেস্ক
74

প্রকাশিত: ০৪ জানুয়ারীজানুয়ারী ২০১৮
আবারও সূচকের মেজর সাপোর্ট ব্রেক ডাউন



স্টাফ রিপোর্টার: ৪ নভেম্বর, রোববার সূচকে সেল প্রেশারে আবারও বেয়ারিশ ক্যান্ডেলের আবির্ভাব হয়েছে। বেয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে সূচকের নিম্নগামী প্রবণতা বজায় রয়েছে। আজ ১৯.৪৯ পয়েন্ট বা ০.৩৭% কমে সূচক সাপোর্ট লেভেল ব্রেক ডাউন করেছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী ট্রেন্ড লাইনে বাঁধাপ্রাপ্ত হয়ে সূচক ক্রমাগত নিম্নে ধাবিত হচ্ছে। আজকের বেয়ারিশ ক্যান্ডেলের আবির্ভাবের ফলে সূচক মেজর সাপোর্ট লেভেল ব্রেক করে নিচে চলে গেছে। সূচকের পরবর্তী সাপোর্ট ৫১৯০ লেভেলে। তবে পরবর্তী সাপোর্টটি অপেক্ষাকৃত দুর্বল। আগামীকাল যদি বাইয়াররা চলে আসে তাহলে সূচক রিভার্স করতেও পারে নতুবা স্বাভাবিক নিয়মে সূচক পরবর্তী সাপোর্ট লেভেল পর্যন্ত চলে যাবে। হাইকিন আশি চার্টে পরপর ৩ দিন নিউট্রাল ক্যান্ডেলের পর আজ আবার বেয়ারিশ ক্যান্ডেল লক্ষ্য করা গেছে। রেজিস্টেন্স লেভেলে বাঁধাগ্রস্থ হয়ে এই বেয়ারিশ ক্যান্ডেলের আবির্ভাব হয়েছে যা মূলত ডাউন ট্রেন্ড নির্দেশ করে। আরও দেখুন-

বেয়ারিশ ক্যান্ডেলে সূচকের নিম্নগামী প্রবণতা অব্যাহত

কর ছাড়ে ৬ শর্ত

নতুন বিনিয়োগে যাচ্ছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ


আরও পড়ুন:

বিষয়: