ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

বিনিয়োগকারীদের বিওতে কাট্টালি টেক্সটাইলের আইপিওর শেয়ার


নিউজ ডেস্ক
75

প্রকাশিত: ০১ জানুয়ারীজানুয়ারী ২০১৮
বিনিয়োগকারীদের বিওতে কাট্টালি টেক্সটাইলের আইপিওর শেয়ার



স্টাফ রিপোর্টার :  ৩০ অক্টোবর কাট্টালি টেক্সটাইল লিমিটেডের লটারিতে বরাদ্দ প্রাপ্ত শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এখন কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে লেনদেনের তারিখ চূড়ান্ত করা হবে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৩৪ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মান, কর্মচারীদের ডরমেটরি ভবন নির্মাণ, নতুন যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

আরও পড়ুন:

বিষয়: