নিজস্ব প্রতিবেদক ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান ইইউ প্রেসিডেন্ট ফর ইউরোপীয় মার্কেটস মি. রোল্যান্ড চাই এবং উওর ইউরোপের নরডিক কান্ট্রীভূক্ত সুইডেনের স্বনামধন্য স্টক এক্সচেঞ্জ নাসডাক স্টকহোম এবি প্রেসিডেন্ট মি. অ্যাডাম কোস্টিয়ালের সাথে একত্রে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে তিনি ইউরোপীয় স্টক এক্সেচেঞ্জগুলোর সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর...
Reporter01 ১০ মাস আগে