মূল্য সংবেদনশীল তথ্য নেই ক্রাফটসম্যান ফুটওয়্যারের
Reporter01
115
প্রকাশিত: ১০ জুন ২০২৪
নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে এমনটিই জানায় কোম্পানি দুটির কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, ডিএসইর এসএমই প্লাটফর্মে চলতি বছরের গত ১৬ মে ক্রাফটসম্যান ফুটওয়্যার ১১ টাকা দরে শেয়ার লেনদেন শুরু করে। আর গতকাল রবিবার বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা উন্নীত হয়। অর্থাৎ মাত্র ১৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৩১ টাকা। কোম্পানিটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।