ঢাকা রবিবার
১৩ জানুয়ারী ২০২৪
১১ জুন ২০২৪

৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে রূপালী ব্যাংক


Reporter01
134

প্রকাশিত: ০৮ জুন ২০২৪
৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে রূপালী ব্যাংক Collected from online



নিজস্ব প্রতিবেদক

২০২৩ সালের সমাপ্ত অর্থ বছরে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি। আজ শনিবার (৮ জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৯ শতাংশ।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি- মার্চ) ব্যাংকটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৮ পয়সা। এককভাবে প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ৪৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা। সে হিসেবে এককভাবে ব্যাংকটির আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ৪৬ শতাংশ।

মার্চ প্রান্তিক শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ০৭ পয়সা। ২০২২ সালে ব্যাংকটি বিনিয়োগকারীদের কোন ধরনের লভ্যাংশ প্রদান করেনি।


আরও পড়ুন: