ঢাকা শনিবার
২৭ জুলাই ২০২৪
১১ জুন ২০২৪

বাজেট ঘোষণার দিনে ইতিবাচক শেয়ারবাজার


Reporter01
33

প্রকাশিত: ০৬ জুন ২০২৪
বাজেট ঘোষণার দিনে ইতিবাচক শেয়ারবাজার Collected from online



বাজেট ঘোষণার দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। সূত্র মতে, বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ২৩৭ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১ দশমিক ২৩ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ৩ দশমিক ৫৯ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে আজ মোট ৫৪২ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৩৪ লাখ ১৪ হাজার টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৫২ কোম্পানির। বাকি ১৬৬ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।


আরও পড়ুন: