ঢাকা শনিবার
২৭ জুলাই ২০২৪
১১ জুন ২০২৪

বে লিজিংয়ের সর্বোচ্চ দরপতন


Reporter01
34

প্রকাশিত: ০৬ জুন ২০২৪
বে লিজিংয়ের সর্বোচ্চ দরপতন Collected from online



সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৬৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৬ জুন) বে লিজিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড সিরামিক, সিকদার ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, রতনপুর স্টিল, এটলাস বাংলাদেশ এবং আরামিট সিমেন্ট লিমিটেড।


আরও পড়ুন: