ঢাকা শুক্রবার
১৮ জানুয়ারী ২০২৪
১১ জুন ২০২৪

দুই ঘন্টায় লেনদেন ২৯৩ কোটি টাকা


Reporter01
64

প্রকাশিত: ০৪ জুন ২০২৪
দুই ঘন্টায় লেনদেন ২৯৩ কোটি টাকা Collected from online



সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ২৯৩ কোটি ৫৫ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৪ জুন ) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৪ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪৪ ও ১৮৫৯পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৫টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের।


আরও পড়ুন: