ঢাকা রবিবার
০৮ সেপ্টেম্বর ২০২৪
১১ জুন ২০২৪

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন


Reporter01
57

প্রকাশিত: ২৬ মে ২০২৪
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন Collected from online



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮২টি কোম্পানির মধ্যে ৩২২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (২৬ মে) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৭৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেমিনি সি ফুড পিএলসি।

রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ২ দশমিক ৯৯ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ২ দশমিক ৯৯ শতাংশ, কহিনুর কেমিক্যালসের ২ দশমিক ৯৯ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলসের ২ দশমিক ৯৯ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ৯৯ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২ দশমিক ৯৮ শতাংশ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ২ দশমিক ৯৮ শতাংশ দর কমেছে।


আরও পড়ুন: