ঢাকা রবিবার
০৮ সেপ্টেম্বর ২০২৪
১১ জুন ২০২৪

সিকদার ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন


Reporter01
68

প্রকাশিত: ২১ মে ২০২৪
সিকদার ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন Collected from online



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ২৩৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২১ মে) সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯০ পয়সা বা ৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী পেপারের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ দশমিক ৯৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কোহিনূর কেমিক্যাল, নিউলাইন ক্লোথিংস, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, লিগ্যাসি ফুটওয়্যার, নাভানা ফার্মা এবং জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।


আরও পড়ুন: