ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১১ জুন ২০২৪

সাপ্তাহিক দরপতনের শীর্ষে উত্তরা ব্যাংক


Reporter01
102

প্রকাশিত: ১১ মে ২০২৪
সাপ্তাহিক দরপতনের শীর্ষে উত্তরা ব্যাংক Collected from google



নিজস্ব প্রতিবেদক

বিদায়ী সপ্তাহে (০৫ মে-০৯ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ১২৮টির শেয়ারদর কমেছে। তাতে সপ্তাহ শেষে দরপতনের শীর্ষে উঠে এসেছে উত্তরা ব্যাংক পিএলসি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে উত্তরা ব্যাংকের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৫ টাকা ৮০ পয়সা বা ১৬ দশমিক ১৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ২১ টাকা ৮০ পয়সা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর কমেছে ১০ দশমিক ৩৩ শতাংশ। আর শেয়ারের দাম ১০ দশমিক ২৬ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ১০ দশমিক ২৪ শতাংশ, আবতাব অটোমোবাইলসের ৯ দশমিক ৭৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ৯ দশমিক ১০ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৭ দশমিক ৯৮ শতাংশ, বিচ হ্যাচারির ৬ দশমিক ৪৯ শতাংশ, আইটি কনসালটান্টসের ৫ দশমিক ৪৬ শতাংশ এবং সি পার্ল হোটেলের ৫ দশমিক ৮৯ শতাংশ শেয়ারদর কমেছে।


আরও পড়ুন: