সপ্তাহে লেনদেন বেড়েছে ২ হাজার কোটি টাকা
Reporter01
101
প্রকাশিত: ০৯ মে ২০২৪
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ মে-৯ মে, ২০২৪) অধিকাংশ মূল্য সূচকের উত্থান হয়েছে। বাজার মূলধন বেড়েছে। বেড়েছে টাকার অঙ্কে লেনদেনও। দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র বলছে, সদ্য বিদায়ী সপ্তাহে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৪ হাজার ৮০২ কোটি ৭২ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৮২৩ কোটি ৭৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৭৮ কোটি ৯৯ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৯৬০ কোটি ৫৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ৭০৫ কোটি ৯৩ লাখ টাকা।
ডিএসইতে মোট ৪১২টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছিল। যার মধ্যে দর বেড়েছে ২৪০টির, অপরিবর্তিত ছিল ২৫টির ও দর কমেছে ১২৮টি কোম্পানির। আর ১৯টি কোম্পানির কোনো লেনদেন হয়নি।
ডিএসই সূত্র বলছে, বিদায়ী সপ্তাহে ডিএসই প্রধান সূচক-ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ৬৬১ পয়েন্ট। এর আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৬১৫ পয়েন্ট। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ১৫ পয়েন্ট। এর আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৮ পয়েন্ট। ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ১০ পয়েন্ট ও ডিএসএমইএক্স কমেছে ৮ পয়েন্ট। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন হয়েছে ৭ লাখ ৭ হাজার ২৬ কোটি ১০ লাখ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ৭ লাখ ৫ হাজার ৭৯১ কোটি টাকা। এক্ষেত্রে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২৩৫ কোটি টাকা।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- সাইফ পাওয়ারটেক লিমিটেড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিথুন নিটিং, জিকিউ বলপেন, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড, রুপালি ব্যাংক, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তোশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
দর পতনের শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- উত্তরা ব্যাংক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, এইচআর টেক্সটাইল, আফতাব অটো বিডি ল্যাম্পস, বিডি ল্যাম্পস, ই ক্যাবলস, বিচ হ্যাচারি, আইটি কনসালটেন্টস পিএলসি, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দেশের দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে বিদায়ী সপ্তাহে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ২১ লাখ ৭৪ হাজার ৭২২ টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ১৮৩ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৮৪৫ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার ৮৭৭ টাকা। সিএসইতে মোট ৩২৯টি কোম্পানি লেনদেনে অংশগ্রহণ করেছে; যার মধ্যে দর বেড়েছে ২০২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি কোম্পানির দর।
সিএসই সূত্রে আরো জানা গেছে, সিএসই প্রধান সূচক-সিএএসপিআই গত সপ্তাহে ছিল ১৬ হাজার ৫১ পয়েন্ট। বিদায়ী সপ্তাহে যা দাঁড়িয়েছে ১৬ হাজার ২৩২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ১ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৫৮ শতাংশ, সিএসসিএক্স বেড়েছে ১ শতাংশ, সিএসই৫০ সূচক বেড়েছে দশমিক ৪৯ শতাংশ, সিএসআই বেড়েছে ১ শতাংশ এবং সিএসইএসএমইএক্স কমেছে ২ শতাংশ। সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪০২ কোটি ৯৮ লাখ টাকা।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- সাইফ পাওয়ারটেক লিমিটেড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, গেøাবাল হেভি কেমিক্যালস লিমিটেড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড, তোশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেঙ্গল ইউনসর থার্মোপ্লাস্টিক ও রুপালি ব্যাংক পিএলসি।
দর পতনের শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- এমকে ফুটওয়্যার পিএলসি, ২০ওয়াই বিজিটিবি, এইচ.আর টেক্সটাইল মিলস লিমিটেড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, উত্তরা বাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, কৃষিবিদ ফিদ লিমিটেড ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।