ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১১ জুন ২০২৪

সপ্তাহজুড়ে চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা


Reporter01
114

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪
সপ্তাহজুড়ে চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা Collected from online



বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, রেকিট বেনকিজার বিডি এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। িসেন্ট্রাল ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সা। আগামী ১২ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল।

সিটি ব্যাংক: প্রতিষ্ঠান গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৯০ পয়সা ছিল।

আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল সমন্বিত ৩ টাকা ১৯ পয়সা, যা আগের বছর ১১ টাকা ৪২ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৪২ পয়সা। আগামী ৩০ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ এপ্রিল।

রেকিট বেনকিজার: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ৫৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭৩ টাকা ৬৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৩৯ টাকা ৫০ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল সমন্বিত ২৪৭ টাকা ৪১ পয়সা, যা আগের বছর ২৭১ টাকা ৬৬ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫২ টাকা ৬৯ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ এপ্রিল।

আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ৫ ক্যাশ ও ৫ স্টক ডিভিডেন্ড।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ১৯ পয়সা।

আগামী ১৬ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল।

পরিচালনা পর্ষদের একই বৈঠকে কোম্পানিটির নাম পরিবর্তন করে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন: