দুই ঘণ্টায় লেনদেন ২০২ কোটি টাকা
Reporter01
109
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২০২ কোটি ২৬ লাখ টাকা। সোমবার (১৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৯ দশমিক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৪৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ২৮ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৯৫ ও ২০৪৮ পয়েন্টে।
লেনদেনের দুই ঘণ্টা শেষে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ারের।