ব্লকে ৩১ কোটি টাকার লেনদেন
Reporter01
132
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) ব্লকে মোট ৩৪টি কোম্পানির ৩১ কোটি ৫১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ১২ কোটি ৮০ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৪ লাখ ৫৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স।
বৃহস্পতিবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হল- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৭২ লাখ ৫৪ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৬ লাখ ০৫ হাজার টাকা, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ কোটি ২১ লাখ টাকা, সোনালী পেপারের ৮৩ লাখ ৮৪ হাজার টাকা, বেক্সিমকোর ৮২ লাখ ০৪ হাজার টাকা, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৭৬ লাখ ৬২ হাজার টাকা এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ৫৩ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।