ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১১ জুন ২০২৪

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে শেয়ারবাজারে


Reporter01
102

প্রকাশিত: ০২ মার্চ ২০২৪
লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে শেয়ারবাজারে Collected from google



নিজস্ব প্রতিবেদক

বিদায়ী সপ্তাহে (২৫ ফেব্রুয়ারি-২৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই কমেছে। সেই সঙ্গে কমেছে বাজার মূলধন। তবে আলোচ্য সপ্তাহে টাকার অঙ্কে শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ১৩৮ কোটি ২৪ লাখ টাকা বা ৪ দশমিক ১০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ২৯১ কোটি ২৬ লাখ ২১ হাজার ৭৯৭ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ০৪ টাকায়।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ৪২ পয়েন্ট কমেছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক এক সপ্তাহে ১২ দশমিক ৭৮ পয়েন্ট হারিয়েছে। আর ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক কমেছে ০ দশমিক ৭০ পয়েন্ট।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪১০ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৩১টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে ১৩৬টির, বিপরীতে কমেছে ২৩২ কোম্পানির শেয়ারদর।


আরও পড়ুন: