দর বৃদ্ধির শীর্ষে সিকদার ইন্স্যুরেন্স
Reporter01
119
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪
নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টি বা ২৩ দশমিক ২৩ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবসে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪ দশমিক ৯০ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৩০ টাকায়। অর্থাৎ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৪০ টাকা বা ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিকদার ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- স্টাইলক্রাফ্ট লিমিটেডের ৯ দশমিক ৬৪ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯ দশমিক ৬৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৮ দশমিক ৭৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ৪ দশমিক ৮২ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৪ দশমিক ৭৯ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৬৪ শতাংশ, পিপলস লিজিংয়ের ৪ দশমিক ৩২ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৮৮ শতাংশ এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭২ শতাংশ।