পুঁজিবাজারে ১ হাজার ৭৩০ কোটি টাকার লেনদেন
Reporter01
153
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪
স্টাফ রিপোর্টার
চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের উত্থানের সাথে সাথে এদিন লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৭৩০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ, বুধবার ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০৬ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫২ পয়েন্টে।
এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’২ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৪২ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ১ হাজার ৭৩০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৫১ কোটি ৮২ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছিল ৩৯৪ টি কোম্পানি; এর মধ্যে দর বেড়েছে ১৯৮ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির।