স্টান্ডার্ড সিরামিকের সাবেক উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর
Reporter01
336
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৪
স্টাফ রিপোর্টার
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্টান্ডার্ড সিরামিক লিমিটেডের সাবেক উদ্যোক্তা পরিচালক এ কে এম জাহাঙ্গীর খানের শেয়ার হস্তান্তর করা হবে। এ কে এম জাহাঙ্গীর খান ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি মারা যান। সোমবার (০৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির এই উদ্যোক্তা পরিচালকের সর্বমোট ২ লাখ ২৫ হাজার ৪৫০ টি শেয়ার ছিল। শেয়ারগুলো আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী তার উত্তরসূরিদের মধ্যে স্থানান্তর করা হবে।
উত্তরাধিকার সনদ অনুযায়ী মরহুমের স্ত্রী বদরুন নাহার খান পাবেন ২৮ হাজার ১৮১টি শেয়ার; তার মেয়ে জাহানারা ফেরদৌস খান পাবেন ৩৯ হাজার ৪৫৩টি শেয়ার, ছেলে এ.কে.এম ইমরান খান পাবেন ৭৮ হাজার ৯০৮টি শেয়ার পাবেন।
এছাড়া, জাহাঙ্গীর খানের আরেক ছেলে এ কে এম আলগমীর খান; যিনি একই কোম্পানির পরিচালক তিনি ৭৮ হাজার ৯০৮টি শেয়ার পাবেন।