সিরাজগঞ্জে ডিজিটাল বুথ উদ্বোধন করলো আইল্যান্ড সিকিউরিটিজ
নিউজ ডেস্ক
143
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১

সিরাজগঞ্জে ব্রোকারেজ হাউসের ডিজিটাল বুথ চালু হয়েছে। আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনুমোদিত ডিজিটাল বুথের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সোমবার, ২০ সেপ্টেম্বর।
সিরাজগঞ্জের উল্লাপাড়া ট্রাকস্টেশন এলাকায় ডিজিটাল বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম নজরুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। প্রধান আলোচক ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন,এফসিএমএ।
উদ্বোধনের পর সোমবারই ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল ১০টায় বুথ থেকে লেনদেন কার্যক্রম শুরু করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন এই ডিজিটাল বুথের মাধ্যমে স্থানীয়, প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহ দেখাবে। পাশাপাশি ক্যাপিটাল মার্কেট সম্পর্কে তৃণমূলের মানুষ জানবে ও বিনিয়োগ করতে উৎসাহিত হবে।
পুঁজিবাজার ডিজিটালাইজেশন করতে নিরলস কাজ করে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তারই অংশ হিসেবে দেশে-বিদেশে ডিজিটাল বুথ স্থাপনের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষের দিকে এই কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ২৮টি ডিজিটাল বুথ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে, সক্ষমতা যাচাই সাপেক্ষে বুথ খোলার অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য ডিএসইর অধীনে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড সিরাজগঞ্জ, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জের উল্লাপাড়া, চাঁদপুরের হাজীগঞ্জ ও লক্ষ্মীপুরে ৬টি ডিজিটাল বুথ খোলার অনুমতি পেয়েছে এবং আরো ৫টি ডিজিটাল বুথ ডিএসইতে প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন:
বাজার প্রতিদিন সম্পর্কিত আরও

কিস্তিতে পণ্যক্রয়ে সাউথ বাংলা ব্যাংক ও ইলেক্ট্রো মার্টের চুক্তি
২৩ সেপ্টেম্বর ২০২১

সিরাজগঞ্জে ডিজিটাল বুথ উদ্বোধন করলো আইল্যান্ড সিকিউরিটিজ
২২ সেপ্টেম্বর ২০২১

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন
১৯ সেপ্টেম্বর ২০২১

মুনাফায় বড় চমক ঢাকা ইন্স্যুরেন্সের
১৮ সেপ্টেম্বর ২০২১

শেয়ার কেনার বিষয়ে সানোফির সাথে বেক্সিমকো ফার্মার চুক্তি
১৫ সেপ্টেম্বর ২০২১

আনোয়ার গ্রুপের নতুন চেয়ারম্যান নিয়োগ
১৫ সেপ্টেম্বর ২০২১