গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যে ‘রানার ডিসপ্লে সেন্টার’ উদ্বোধন
নিউজ ডেস্ক
229
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১
নিজেদের সকল পণ্য ও সেবা নিয়ে সম্প্রতি তেজগাঁওয়ে রানার মটরস লিমিটেড উদ্বোধন করলো ‘রানার ডিসপ্লে সেন্টার’। এটি বাংলাদেশে রানার মটরস এর সর্ববৃহৎ ডিসপ্লে সেন্টার।
রানার গ্রুপ এর ভাইস চেয়ারম্যান মো: মোজাম্মেল হোসেন; এমডি ও সিইও রিয়াজুল হক চৌধুরী ও উর্ধতন কর্মকর্তাগণের উপস্থিতিতে ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করা হয়। রানার মটরস এর গ্রাহকগণ এখন থেকে একই ছাদের নিচে সকল পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
এই সম্পর্কে কোম্পানির ভাইস চেয়ারম্যান, মো: মোজাম্মেল হোসেন বলেন, গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য, সেই লক্ষ্যেই আমরা এই ডিসপ্লে সেন্টারটি উদ্বোধন করেছি; যা আমাদের গ্রাহকদের রানার এর পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে সহায়তা করবে।
উল্লেখ্য, রানার মটরস লিমিটেড বাংলাদেশে ভারতের ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেল এর একমাত্র অনুমোদিত পরিবেশক।