তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
নিউজ ডেস্ক
230
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের মুনাফা বেড়েছে। আলোচ্য হিসাব বছরের জানুয়ারি থেকে জুন, ২১ পর্যন্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন, ২১ পর্যন্ত প্রথম ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.৬৬ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৪৫ টাকা বা ৬৮ শতাংশ বেড়েছে।
শুধু দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ০.৫৬ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৯ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.২৭ টাকা বা ৯৩ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.১৩ টাকা।