সাদা মাছ উৎপাদনের সিদ্ধান্ত বীচ হ্যাচারির
নিউজ ডেস্ক
147
প্রকাশিত: ২৮ জুন ২০২১
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীচ হ্যাচারির পরিচালনা পর্ষদ সাদা মাছ উৎপাদন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আজ, ২৮ জুন থেকে এই উৎপাদন কার্যক্রম শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি নিবিড় সংস্কৃতি পদ্ধতি ব্যবহার করে তেলাপিয়া, কই, পাংগাশ এবং পাবদা মাছ উৎপাদন করবে।প্রাথমিকভাবে কোম্পানিটির প্রতিবছর উৎপাদন ক্ষমতা ১০৫ টন, ১৫টি কংক্রিট ট্যাঙ্ক ব্যবহার করা হবে। যার প্রতিটির পানি ধারণ ক্ষমতা ৫৫ হাজার লিটার।
উৎপাদন প্রক্রিয়ায় হ্যাচারি ইউনিট, নার্সারি ইউনিট, প্রাক-বৃদ্ধি, সংগ্রহ এবং বিক্রয় গঠন করবে। এছাড়াও অপব্যবহৃত কাঠানোম ব্যবহার করে উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে জৈবিকভাবে বৃদ্ধি করা হবে।