ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১১ জুন ২০২৪

উৎপাদন ক্ষমতা বাড়াবে বিডি থাই


নিউজ ডেস্ক
194

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১
উৎপাদন ক্ষমতা বাড়াবে বিডি থাই



পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির বর্তমানের তুলনায় প্রায় ৩০ শতাংশ উৎপাদন বাড়বে বলে কোম্পানিটি আশা করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, কোম্পানিটি বর্তমান এক্সট্রুশোন প্রেস-১ এর সাথে নতুন রান আউট টেবিল স্থাপন করবে। নতুন এক্সটুশোন প্রেসে ৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে, যা এক্সটুশোন প্রেস-২ এর জায়গায় স্থাপন করা হবে। কোম্পানিটি ইতোমধ্যে যন্ত্রপাতি কেনার জন্য এল/সি খুলেছে। নতুন মেশিন স্থাপনের মাধ্যমে বিডি থাইয়ের ৩০ শতাংশ উৎপাদন ক্ষমতা বাড়বে; যা কোম্পানিটির পণ্যের চাহিদা বাজারে বাড়বে।

আরও পড়ুন: