মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক সাহিদ রেজা’কে অপসারণ করছে বাংলাদেশ ব্যাংক
নিউজ ডেস্ক
214
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১

পিকে হালদারের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ততা থাকায় মার্কেন্টাইল ব্যাংকের পরিচালকের পদ থেকে সাহিদ রেজা কে অপসারণ করছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের ওই আদেশে বলা হয়, "ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৬ ধারার আওতায় ,মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর পরিচালকের পদ হতে এ কে এম সাহিদ রেজাকে অপসারণের আদেশ প্রদান করা হলো। ব্যাংক কোম্পনী আইন ১৯৯১, এর ৪৬ (৩) ধারার বিধান অনুযায়ী এই আদেশের তারিখ হতে দুই বছর তিনি উক্ত ব্যাংক-কোম্পানী বা অন্য কোনো ব্যাংক কোম্পানীর ব্যবস্থাপনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত হবেন না বা অংশগ্রহণ করতে পারবেন না।"
মার্কেন্টাইল ব্যাংক সূত্রে জানা গেছে, আগামীকালকে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা-এজিএম অনুষ্ঠিত হবে। এর পরপরই বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। বোর্ড মিটিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা বাস্তবায়ন হতে পারে বলে জানা গেছে।