ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১২ সেপ্টেম্বর ২০২১

চেক প্রসেসিং ও অনলাইন ট্রান্সফারে নতুন সময়সীমা


নিউজ ডেস্ক
215

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১
চেক প্রসেসিং ও অনলাইন ট্রান্সফারে নতুন সময়সীমা



চলমান সর্বাত্মক লকডাউনে ব্যাংকের লেনদেন সীমিত করায় চেক প্রসেসিং ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (অনলাইন ট্রান্সফার) সময়সীমাতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।

এতে বলা হয়, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমস (বিএসিপিএস) ব্যবহার করে  চেক লেনদেনের ক্ষেত্রে হাইভ্যালু ক্লিয়ারিং (৫ লাখ টাকা বা তার বেশি পরিমাণ) এর জন্য  প্রেজেন্টেশন কাট অফ টাইম সকাল ১১টা এবং রিটার্ন কাট অফ টাইম দুপুর ১২টা।

অর্থাৎ ৫ লাখ বা তার বেশি টাকার চেক ক্লিয়ারিং (নিকাশ) এর জন্য ব্যাংককে সকাল ১১টার মধ্যে বিএসিপিএস এর সার্ভারে ইনপুট দিতে হবে। অন্যদিকে কোন ব্যাংক যদি তার কাছে আসা চেক কোন কারণে ফেরত দিতে চায় সেক্ষেত্রে দুপুর ১২টার মধ্যে উক্ত সার্ভারে ইনপুট দিতে হবে।

রেগুলার ভ্যালু ক্লিয়ারিং অর্থাৎ ৫ লাখ টাকার নীচে কোন চেক ক্লিয়ারিং এর ক্ষেত্রে প্রেজেন্টেশন কাট অফ টাইম নির্ধারণ করা  হয়েছে সকাল ১১.৩০টা এবং রিটার্ন কাট অফ টাইম দুপুর ১.৩০টা।

বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করে অর্থ লেনদেন এর ক্ষেত্রে আগের সময়সীমাই বহাল থাকবে। বর্তমানে এই নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকগুলোকে দিনে দুইবার, সকাল ১০ টা  এবং দুপুরে ২টার মধ্যে নিকাশ সম্পন্ন করতে  হয়।

অত্যন্ত স্বল্প সময়ে বড় পরিমাণের অর্থ লেনদেন সম্পন্ন করতে ব্যবহার করা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম (আরটিজিএস) এর লেনদেন সময়সীমা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন সময়সীমা কার্যকর থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে জানানো হয়েছে।


আরও পড়ুন: