ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১১ জুন ২০২৪

আলহাজ টেক্সটাইলস মিলস লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।


নিউজ ডেস্ক
147

প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২১
আলহাজ টেক্সটাইলস মিলস লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।



পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইলস মিলস লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি চলতি হিসাববছরের প্রথম ৬ মাসের মুনাফা থেকে শেয়ারহোল্ডারদেরে ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের অর্ধবার্ষিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬৩ পয়সা। অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৮ টাকা ৬৩ পয়সা।

আরও পড়ুন: