জাহিন স্পিনিংয়ের কারখানা আগুনে পুড়ে গেছে।
নিউজ ডেস্ক
286
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১
শেয়ারবাজারের কোম্পানি জাহিন স্পিনিংয়ের কারখানা আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ বৃহস্পতিবার দেশের প্রদান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। এ খবরে আজ ঢাকার বাজারে কোম্পানিটির শেয়ারের দাম ২০ পয়সা বা প্রায় ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সায়।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির তথ্যে বলা হয়েছে, গতকাল দিবাগত রাত একটার দিকে নারায়ণগঞ্জের আড়াই হাজারে অবস্থিত কোম্পানিটির কারখানায় আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর সাতটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি বর্তমানে ‘বি’ শ্রেণিভুক্ত। সর্বশেষ গত ৩০ জুন সমাপ্ত আর্থিক বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালের জুন সমাপ্ত আর্থিক বছর শেষে এটি বিনিয়োগকারীদের মাত্র ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।