আগামী মাস থেকেই বেসরকারি পর্যায়ে টিকা বিক্রি শুরু করবে বেক্সিমকো
নিউজ ডেস্ক
185
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২১

দেশের বেসরকারি বাজারে বিক্রির জন্যে ভারতের সেরাম ইনস্টিটিউডের কাছ থেকে ৩০ লাখ ডোজ কিনবে দেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। অ্যাস্ট্রাজেনেকা/ অক্সফোর্ড টিকাটির প্রতিডোজ কিনতে ৮ ডলার মূল্য দেবে স্থানীয় কোম্পানিটি। বেক্সিমকোর প্রধান পরিচালনা কর্মকর্তা রাব্বুর রেজার এব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
সিওও রাব্বুর রেজা জানান, ইতোপূর্বে করা এক চুক্তির আওতায় বেক্সিমকো প্রতিমাসে ৫০ লাখ ডোজ টিকা ৪ ডলার মূল্যে কেনার চুক্তি করেছিল। চলতি বছরের প্রথম ছয় মাস ওই মূল্যে মোট ৩ কোটি ডোজ সরবরাহ করবে সেরাম, যা সরকারের কাছে বিক্রি করবে বেক্সিমকো। কিন্তু, বেসরকারি বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা টিকায় তার দ্বিগুণ মূল্য দিতে হচ্ছে।
(বিস্তারিত আসছে)