রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮ পেলো ৩ কোম্পানি
নিউজ ডেস্ক
139
প্রকাশিত: ২৯ জানুয়ারীফেব্রুয়ারি ২০২০
স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮ পেয়েছে। কোম্পানিগুলো হচ্ছে-ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমেটেড।
সোমবার, ২৮ ডিসেম্বর রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার দেয় শিল্প মন্ত্রণালয়।
কোম্পানি তিনটির মধ্যে গত ২০১৮ সালের জন্য বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। ওষুদ খাতের কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল দ্বিতীয় পুরস্কার এবং যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এ বছর মোট ১৯টি প্রতিষ্ঠানকে এই পুরুস্কার দেওয়া হয়।
শিল্প সচিব কে এম আলী আজম সভাপতিত্বে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম।
প্রসঙ্গত, জাতীয় অর্থনীতিতে প্রতিবছর শিল্পখাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করা হয়।