বিনিয়োগ বেড়েছে মিউচুয়াল ফান্ডে
নিউজ ডেস্ক
261
প্রকাশিত: ১৭ জানুয়ারীজানুয়ারী ২০২০
শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বেড়েছে। লেনদেনকৃত শীর্ষ ২০টি কোম্পানির ৯টিই ছিল এ খাতের প্রতিষ্ঠান। আর দাম বৃদ্ধির তালিকায়ও এগিয়ে রয়েছে এ খাত। তবে সামগ্রিকভাবে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে- ডিএসইতে সোমবার ৩৫০টি কোম্পানির ৪২ কোটি ৫৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৭৯০ কোটি ১৫ লাখ টাকা।
ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭১ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৬ পয়েন্টে উন্নীত হয়েছে।
ডিএসই শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২২ পয়েন্টে উন্নীত হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১১১টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৫৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ারের। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে ৩ লাখ ৯৫ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।
শীর্ষ দশ কোম্পানি: সোমবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, এশিয়া ইন্স্যুরেন্স, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান স্কিম ২ মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এডিএন টেলিকম এবং কাসেম ইন্ডাস্ট্রিজ।
ডিএসইতে সোমবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল- কাসেম ইন্ডাস্ট্রিজ, বিডি ল্যাম্পস, আইসিবি এসেট ম্যানেজমেন্ট কোম্পানির দ্বিতীয় মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল অগ্রনী ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি এসেট ম্যানেজমেন্ট কোম্পানির তৃতীয় মিউচুয়াল ফান্ড, এডিএন টেলিকম, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এবং এএমসিএল (প্রাণ)।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হল- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ফাস ফাইন্যান্স, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এশিয়ান টাইগার, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, আরএসআরএম স্টিল, সামিট পাওয়ার, শ্যামপুর সুগার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।