ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১১ জুন ২০২৪

জেনেক্স ইনফোসিসের সঙ্গে রেডডট ডিজিটালের চুক্তি স্বাক্ষর


নিউজ ডেস্ক
158

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০
জেনেক্স ইনফোসিসের সঙ্গে রেডডট ডিজিটালের চুক্তি স্বাক্ষর



স্টাফ রিপোর্টার : জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান ‘রেডডট ডিজিটাল লিমিটেড’ এর সাথে একটি চুক্তি অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এই চুক্তির মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল বিনোদনের পরিষেবা কেনার জন্য ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন (আইপিটিভি) এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের সংমিশ্রণ, ‘বিঞ্জ’ নামে একটি পরিষেবা চালু করবে। বিঞ্জ একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে বাংলাদেশের প্রথম গুগল-সার্টিফাইড (স্বীকৃত) অনলাইন ভিডিও-স্ট্রিমিং পরিষেবা। যা অন্তহীন বিনোদন দেয়। এটি জেনেক্স ইনফোসিস উন্নয়ন করেছে। বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জেনেক্স ইনফোসিস লিমিটেডকে এ জাতীয় সেবা পরিচালনার জন্য আইপিটিভি লাইসেন্স দিয়েছে। এই আইপিটিভি এবং এটি সম্পর্কিত কৌশলগত পরিষেবাদি প্রদানের মাধ্যমে জেনেক্স ইনফোসিসের বছরে ৫ কোটি টাকা রাজস্ব হবে।

আরও পড়ুন: