বন্ড ইস্যুর অনুমোদন পেল স্ট্যান্ডার্ড ব্যাংক
নিউজ ডেস্ক
134
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০
স্টাফ রিপোর্টার : স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বন্ড (Perpetual Bond) ইস্যুর অনুমোদন পেয়েছে। ব্যাংকটি এই বন্ড ছেড়ে বাজার থেকে ৫’শ কোটি টাকা সংগ্রহ করবে।
বুধবার, ২৯ জুলাই অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বন্ডটি অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- আনসিকিউরিড, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট ফার্স্ট স্ট্যান্ডার্ড ব্যাংক পরিপেচ্যুয়াল বন্ড। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড বরাদ্দ দেওয়া হবে।
মূলত ব্যাসেল-৩ এর শর্ত পূরণে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে স্ট্যান্ডার্ড ব্যাংক, যা তার অতিরিক্ত টিয়ার-১ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।