করোনা ভাইরাস : মারা গেলেন কপারটেকের নিরীক্ষক কাঞ্চিলাল
নিউজ ডেস্ক
178
প্রকাশিত: ৩০ মে ২০২০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাঞ্চিলাল দাস। গত বৃহস্পতিবার, ২৮ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, তিনি জ্বরের সঙ্গে ঠাণ্ডাজনিত সমস্যার কারণে গত ২৪ মে কাঞ্চিলাল দাসকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে ২৬ মে তাকে ঢামেকের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু ঘটে। তার পরিবার সংশ্লিষ্ট একটি সূত্রে এই তথ্য জানা গেছে।