ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১১ জুন ২০২৪

লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত হাইডেলবার্গ সিমেন্টের


নিউজ ডেস্ক
140

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০
লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত হাইডেলবার্গ সিমেন্টের



স্টাফ রিপোর্টার : হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। আলোচিত বছরে কোম্পানিটি নিট লোকসান দেওয়ায় কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ (No Dividend) ঘোষণা করেছে। বুধবার, ২২ এপ্রিল অনুষ্ঠিত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ঋণাত্মক। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৩০ পয়সা লোকসান হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৭১ টাকা ৮৮ পয়সা। আগামী ২৪ জুন সকাল ১১টায় নারায়ণগঞ্জের তারাবোতে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মে।

আরও পড়ুন: