করোনা প্রতিরোধে স্ট্যান্ডার্ড সিরামিকসের কারখানা ১০ দিন বন্ধ
নিউজ ডেস্ক
162
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০
স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি ছুটির সাথে সংগতি রেখে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস। গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত স্ট্যান্ডার্ড সিরামিকের কারখানা বন্ধ থাকবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পরিস্থিতি অনুকূলে থাকলে ৫ এপ্রিল থেকে কোম্পানিটির কারখানায় ফের উৎপাদন শুরু হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতিতে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সরকারি ছুটি ও চারদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ছুটি ১০ দিনের। এ সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ১০ দিনের জন্য কারখানা বন্ধ রেখেছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত ২৫ মার্চ কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
এর আগে পুরনো একটি চুল্লি সংস্কারের জন্য গত বছরের ১৪ আগস্ট থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দুই মাসের জন্য কারখানার একটি অংশ বন্ধ রাখে স্ট্যান্ডার্ড সিরামিক। সেই অংশটি আবার কারখানাটির মূল উৎপাদন অংশ ছিল। দুই মাস উৎপাদন বন্ধ থাকায় চলতি হিসাব বছরের প্রথম দুই প্রান্তিকেই শেয়ারপ্রতি লোকসান দেখতে হয়েছে কোম্পানিটিকে।