জাহিন স্পিনিংয়ের উৎপাদন শুরু
নিউজ ডেস্ক
137
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০
স্টাফ রিপোর্টার : জাহিন স্পিনিং অগ্নিকান্ডের দুর্ঘটনার পর উৎপাদন শুরু করেছে। রবিবার, ৫ জানুয়ারি থেকে কোম্পানিটি উৎপাদন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটির নারয়নগঞ্জের কারখানায় ২০ ডিসেম্বর অগ্নিকান্ড ঘটে। এরপর থেকে কোম্পানির উৎপাদন বন্ধ ছিল।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এতে কোম্পানিটির প্রায় ১০-১২ কোটি টাকার বা শেয়ারপ্রতি প্রায় ১ টাকা ক্ষতি হয়েছে। ওই দিন থেকে কারখানায় বন্ধ হয়ে গেছে উৎপাদন কার্যক্রম। তবে মেশিনারিজের তেমন ক্ষতি না হওয়ায় দ্রুত উৎপাদনে ফেরার আশা করছিল কোম্পানি কর্তৃপক্ষ।