সিআইপি সম্মাননা পেলেন বিবিএস ক্যাবলসের এমডি
নিউজ ডেস্ক
176
প্রকাশিত: ২৩ জানুয়ারীজানুয়ারী ২০১৯
স্টাফ রিপোর্টার : বিবিএস ক্যাবলস্ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার শিল্প খাতে বিশেষ অবদানের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা পেয়েছেন। শিল্প মন্ত্রণালয় এই সম্মাননা দিয়েছে। গত বছরও এই সম্মাননা পেয়েছিলেন।
বুধবার, ২০ নভেম্বর রাজধানীর একটি হোটেলে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারসহ ৪৬ উদ্যোক্তার হাতে সিআইপি কার্ড ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বেশ কয়েকটি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়। বিবিএস ক্যাবলস্ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন তার হাতে এ সম্মাননার ক্রেস্ট তুলে দেন ।
বিবিএস ক্যাবলস লিমিটেড আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন ও শিল্প কারখানায় ব্যবহৃত বৈদ্যুতিক তার, বিদ্যুতের হাইভোল্টজ সঞ্চালন লাইনের তারসহ নানা ধরনের বৈদ্যুতিক তার উৎপাদন করে থাকে। এটি এই শিল্পের শীর্ষ তিনটি কোম্পানির একটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম।