বারাকা শিকলবাহার বাণিজ্যিক উৎপাদন শুরু
নিউজ ডেস্ক
134
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯
স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বারাকা শিকলবাহা পাওয়ারের গত ২৪ মে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। তবে বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ১১ জুলাই ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বারাকা শিকলবাহা পাওয়ার ১০৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। এ বিদ্যুৎ কেন্দ্রের ২০ শতাংশ শেয়ারে বিনিয়োগ করেছে বারাকা পাওয়ার। বারাকা পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা এই বিদ্যুৎ কেন্দ্রের ৫১ শতাংশের মালিকানা। আর সমষ্টিগতভাবে বারাকা শিকলবাহার ৪৬.০১ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে বারাকা পাওয়ার লিমিটেডের।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) শিকলবাহায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বারাকা পতেঙ্গা ও এর কনর্সোটিয়ামকে লেটার অব ইনটেন্ট (এলওই) দিয়েছে। চুক্তি অনুযায়ী কেন্দ্রটি পাঁচ বছরের জন্য বাণিজ্যিক ভাবে বিদ্যুৎ উদপাদন করবে।