কপারটেকের বিষয়ে করণীয় ঠিক করতে বিএসইসিকে চিঠি দেবে ডিএসই
নিউজ ডেস্ক
241
প্রকাশিত: ২৪ মে ২০১৯
স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত কোম্পানি কপারটেক ইন্ডস্ট্রিজের আর্থিক হিসাবে অসঙ্গতির কারণে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার, ২৩ মে ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, এই অবস্থায় কোম্পানিটির বিষয়ে করণীয় ঠিক করতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দেবে ডিএসই কর্তৃপক্ষ।
তদন্তে কপারটেক ইন্ডাস্ট্রিজের আর্থিক হিসাবে অসঙ্গতি পেয়েছে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও)। এছাড়া আর্থিক হিসাবে অসঙ্গতি আছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য এসেছে, তারও সত্যতা পেয়েছে। যাতে কোম্পানিটিকে তালিকাভুক্তি করার সিদ্ধান্ত নিতে পারেনি ডিএসইর পর্ষদ।