৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
নিউজ ডেস্ক
216
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯
স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৯টি কোম্পানি বৃহস্পতিবার, এপ্রিল তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিচে আর্থিক চিত্র তুলে ধরা হলো-
কনফিডেন্স সিমেন্ট : কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.১০ টাকা।
এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪.৪৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.০৯ টাকা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৬.৭১ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৩৯ টাকা ঋণাত্মক।
বিএসআরএম স্টীল : তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৩২ টাকা।
এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৮৯ টাকা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৬.২৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৫৫ টাকা।
বিএসআরএম : কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৮৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩.৪৩ টাকা।
এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির সম্বনিত ইপিএস হয়েছে ৫.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৭৪ টাকা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সম্বনিত নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬২.৪৯ টাকা এবং শেয়ার প্রতি সম্বনিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.১২ টাকা ঋণাত্মক।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি (বিএসসিসিএল) : কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৮ টাকা। ইপিএস বেড়েছে ১২০০ শতাংশ।
এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৪৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৪ টাকা। ইপিএস বেড়েছে ১৬৬৪ শতাংশ।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭.৬৬ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫.০২ টাকা।
রংপুর ফাউন্ড্রি : কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৮৯ টাকা।
এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩.০৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩.০৪ টাকা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬.০৭ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৭৭ টাকা
এএমসিএল (প্রাণ) লিমিটেড : কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.২০ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.৬২ টাকা বা ২৮.১৮ শতাংশ।
এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানির ইপিএস হয়েছে ৫.৭৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৯৬ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.১৭ টাকা বা ২.৮৫ শতাংশ।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৭.৯৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএ) হয়েছে ২৯.১২ টাকা।
এসিআই ফর্মুলেশন : কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪৭ টাকা।
এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির সম্বনিত ইপিএস হয়েছে ৩.০৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৭৪ টাকা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সম্বনিত নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৪.৯৮ টাকা এবং শেয়ার প্রতি সম্বনিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১২.৯৮ টাকা
মোজাফফর হোসেন স্পিনিং লিমিটেড : কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.১৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.১২ টাকা।
এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৬২ টাকা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.০৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএ) হয়েছে ২.৯৫ টাকা।
ডেল্টা স্পিনার্স লিমিটেড : কোম্পানির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৬ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.০১ টাকা।
এদিকে, নয় মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির সম্বনিত ইপিএস হয়েছে ০.২০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৭ টাকা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সম্বনিত নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.৫৬ টাকা এবং শেয়ার প্রতি সম্বনিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএ) হয়েছে ০.১৪ টাকা।