ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
১১ জুন ২০২৪

কারণ ছাড়াই দর বৃদ্ধি মেঘনা কনডেন্সড মিল্কের


নিউজ ডেস্ক
217

প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯
কারণ ছাড়াই দর বৃদ্ধি মেঘনা কনডেন্সড মিল্কের



স্টাফ রিপোর্টার: মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডের শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো কারণ নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোনও প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানি কর্তৃপক্ষের নিকট থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানানো হয়। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ৭ জানুয়ারি নোটিশ পাঠানো হয়। জবাবে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। বিশ্লেষণে দেখা যায়, গত ২৩ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর ক্রমান্বয়ে বেড়েছে। ওই দিন থেকে বেড়ে শেয়ারটির দর দাঁড়ায় ৩৩ টাকা ১০ পয়সা। সর্বশেষ ৩১ টাকা ৭০ পয়সা পর্যন্ত শেয়ারটি লেনদেন হয়েছে। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

আরও পড়ুন: