ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৫ জুন ২০২৪

ডোজি ক্যান্ডেলে অনিশ্চয়তায় সূচক


নিউজ ডেস্ক
65

প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৮
ডোজি ক্যান্ডেলে অনিশ্চয়তায় সূচক



স্টাফ রিপোর্টার: ৭ অক্টোবর, রোববার সূচকে শুরু থেকেই সেল প্রেশার লক্ষ্য করা যায়। দিন শেষে সূচক ৭.৪৬ পয়েন্ট বা ০.১৪% কমে ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। গত কার্যদিবসে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করার পর আজ সূচক ডোজি ক্যান্ডেল তৈরি করেছে যা অনিশ্চয়তা প্রকাশ করে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী গত কার্যদিবসে শুটিং স্টার ক্যান্ডেলের মাধ্যমে মাইনর রিভার্সালের ইঙ্গিত দিয়েছিল মার্কেট। ডোজি ক্যান্ডেল তৈরির মাধ্যমে আজ সূচক কিছুটা কমেছে। ফলে পুরোপুরিভাবে রিভার্সাল না ঘটে দ্বিধান্বিত অবস্থায় রয়ে গেছে মার্কেট। তবে সূচকে রিভার্সাল আগামীকাল ঘটতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ আরও কিছুদিন সূচক ডাউন ট্রেন্ডে ধাবিত হবে বলে ধারণা করা যায়। সূচকের বর্তমান সাপোর্ট ৫৩৫০ লেভেলে। সূচকের পরবর্তী সাপোর্ট এবং প্রথম রেজিস্টেন্স যথাক্রমে ৫২৬০ এবং ৫৫৩৮ লেভেলে।

আরও পড়ুন:

বিষয়: