সলজবুর্গকে ৭-১ গোলে উড়িয়ে শেষ আটে বায়ার্ন
নিউজ ডেস্ক
106
প্রকাশিত: ০৯ মার্চ ২০২২
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ১-১ গোলে রুখে দিয়েছিল অস্ট্রিয়ান ক্লাব সলজবুর্গ। তবে মঙ্গলবার দিবাগত রাতে বায়ার্নের মাঠে পাত্তাই পায়নি তারা। রবার্ট লেভানদোস্কির হ্যাটট্রিকে ৭-১ গোলের জয় পেয়েছে বায়ার্ন। ফলে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে জার্মান চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। লেভানদোস্কিকে বক্সের মধ্যে ফেলে দেন সলজবুর্গের ম্যাক্সিমিলিয়ান উবের। পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লেভানদোস্কি। ১৯তম মিনিটে ফের পেনাল্টি পায় বায়ার্ন। এবারও গোল করেন লেভানদোস্কি। ২৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক এটি।
জোড়া গোল করেছেন থমাস মুলার। একটি করে গোল করেন সার্জি জিনাব্রি ও লিরয় সানে। ৭০তম মিনিটে অবশ্য সলসবুর্গ একটি গোল পরিশোধ করেছিল। সানের গোলটিই ছিল ম্যাচের শেষ গোল। ৮৬তম মিনিটে করা এই গোলেও অবদান রয়েছে লেভানদোস্কির। ডি বক্সের বাইরে থেকে ব্যাকহিলে সানেকে বল বাড়িয়ে দিয়েছিলেন লেভা। পরে বামদিক থেকে আড়াআড়ি শটে গোল করেন সানে। ফলে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে শেষ আটে গেল বায়ার্ন।
আরও পড়ুন:
মার্কেট টাইমস সম্পর্কিত আরও
দিনভর উত্থান দেখিয়ে ঈদের ছুটিতে শেয়ারবাজার
১৩ জুন ২০২৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে
১২ জুন ২০২৪
তিন শতাধিক কোম্পানির দরপতনেও বেড়েছে লেনদেন
১১ জুন ২০২৪
দেড় ঘণ্টায় প্রধান সূচক কমলো ৭২ পয়েন্ট
১০ জুন ২০২৪
লোকসানে ১১ খাতের বিনিয়োগকারীরা
০৮ জুন ২০২৪
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ৩৮১ কোটি টাকার লেনদেন
০৫ জুন ২০২৪