গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও ইস্যু ম্যানেজার নিয়োগ
নিউজ ডেস্ক
212
প্রকাশিত: ০৩ জুন ২০২১

স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারে তালিকাভুক্তির অভিপ্রায়ে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ শেয়ার ইস্যু করার জন্য ইস্যু ম্যানেজার নিয়োগ করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস যৌথভাবে কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে।
বুধবার, ২ জুন উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর হয়েছে।
এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার রায়হান আলী, এফসিএ এবং লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ইফতেখার আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
এ সময়, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারোয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অব ইস্যু ম্যানেজমেন্ট এইচ. এ. মামুন, লঙ্কাবাংলা সিকিউরিটিস লিমিটেডের সিইও খন্দকার সাফ্ফাত রেজা, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের হেড অব প্রাইমারী মার্কেট সার্ভিসেস্ মোঃ খালেদ হাসানসহ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও

বিদায়েও গৌরব কমছে না ফিলিস্তিনের
৩০ জানুয়ারী ২০২৪

মাস্টার ফিড এগ্রোতে সাড়ে ৩৭ গুণ বেশি আবেদন
২২ সেপ্টেম্বর ২০২১

কিউআইও’র মাধ্যমে অর্থ উত্তোলনের সিদ্ধান্ত সলিড ফিডের
২২ সেপ্টেম্বর ২০২১

মোস্তফা মেটালের কিউআইওতে আবেদন শুরু ২৬ সেপ্টেম্বর
২০ সেপ্টেম্বর ২০২১

মাস্টার ফিডের কিউআইওতে আবেদন শেষ কাল
১৫ সেপ্টেম্বর ২০২১

মোস্তফা মেটালের কিউআইওতে আবেদন শুরু ২৬ সেপ্টেম্বর
১২ সেপ্টেম্বর ২০২১