ঢাকা শুক্রবার
১৮ জানুয়ারী ২০২৪
১০ আগস্ট ২০২১

বাংলাদেশের মেয়েরাও ফিরছেন বাইশ গজে


নিউজ ডেস্ক
184

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশের মেয়েরাও ফিরছেন বাইশ গজে



করোনাকাল কাটিয়ে প্রায় এক বছর পর গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। তবে ছেলেরা ক্রিকেটে ফিরলেও মেয়েদের এখনো মাঠে নামা হয়নি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী এপ্রিলে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। আজ সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মার্চে অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী দল সর্বশেষ মাঠে নেমেছিল। আর ২০১৯ সালের অক্টোবরে এশিয়ান ইমার্জিং কাপে সর্বশেষ খেলেছিল ইমার্জিং নারী দল। এবারের সিরিজ হবে ৫ ওয়ানডের। ইমার্জিং দল হলেও জাতীয় দলের তরুণ কয়েকজনকে দেখা যেতে পারে। ম্যাচগুলো হবে আগামী ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সফর সূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ ঢাকায় পৌঁছে সোজা সিলেটে চলে যাবে দক্ষিণ আফ্রিকার দলটি। করোনা পরীক্ষার পর তিন দিনের কোয়ারেন্টিন। এরপর আবার করোনা পরীক্ষা। যাতে পাস করলেই অতিথিরা অনুশীলন শুরু করতে পারবেন। চতুর্থ ওয়ানডের পরদিন তৃতীয় দফায় প্রোটিয়া ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। এরপর আগামী ১৪ এপ্রিল বাংলাদেশ ছাড়বে অতিথিরা।

আরও পড়ুন:

বিষয়: