ঢাকা রবিবার
০৮ সেপ্টেম্বর ২০২৪
১০ আগস্ট ২০২১

বেঞ্চে থাকা ক্রিকেটারদের নিয়ে চট্টগ্রামে খেলার কথা জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল


নিউজ ডেস্ক
166

প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২১
বেঞ্চে থাকা ক্রিকেটারদের নিয়ে চট্টগ্রামে খেলার কথা জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দাপুটে জয়ের পর তৃতীয় ওয়ানডেতে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। বেঞ্চে থাকা ক্রিকেটারদের নিয়ে চট্টগ্রামে খেলার কথা জানিয়েছেন তিনি। সাদা বলের ক্রিকেটে নিয়মিত সদস্য মোহাম্মদ সাইফউদ্দিন প্রথম দুই ম্যাচে বসে ছিলেন বেঞ্চে। তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আফিফ হোসেনরাও খেলেননি। এবার তাঁদের খেলার পালা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেছেন, ‘তাসকিন, সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা একাদশে নেই। দলের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব আছে। সবারই খেলার সুযোগ পাওয়া উচিত। যারা সুযোগ পায়নি তারা সবাই ভালো করার সামর্থ্য রাখে। আমি নিশ্চিত, তৃতীয় ম্যাচে আমরা বেশ কিছু পরিবর্তন করব। আশা করছি যে–ই আসুক, সে–ই যেন ভালো করে।’ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট মনে হয়েছে তামিমকে। ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ১৪৯ রানের সহজ লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের লাগে ৩৩.২ ওভার, খরচা হয় তিন উইকেট। তামিমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫০ রান। প্রথম ম্যাচে ৪৪ রান করে আউট হয়েছিলেন তামিম। সেদিনও ম্যাচ শেষ করে আসার সুযোগ ছিল। আজও তাই। কিন্তু দলের জয় থেকে ৩৯ রান দূরে থাকা অবস্থায় রেমন রেইফারের বলে কট বিহাইন্ড হয়ে ফিরতে হয়ে তাঁকে। তবে উইকেটে সময় কাটানোর উপকারিতা দেখছেন তিনি, ‘উইকেটে সময় কাটাতে পেরেছি। সেটা ভালো হয়েছে আমার জন্য।’ তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে হতাশ ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জেসন মোহাম্মদ। হতাশাটা বাড়াচ্ছে মিরপুরের উইকেট। প্রথম ওয়ানডের তুলনায় আজকের উইকেট ছিল অপেক্ষাকৃত ব্যাটিং–সহায়ক। এই উইকেটেও আগে ব্যাট করে বড় রান করতে পারেনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে জেসন মোহাম্মদ বলেছেন, ‘হতাশার অবশ্যই। উইকেটটা আগের ম্যাচের তুলনায় অপেক্ষাকৃত ভালো। আমাদের রান তুলতে হতো। কিন্তু সেটা হয়নি। স্পিনাররা সব সময়ই চ্যালেঞ্জিং ছিল। আমরা নিয়মিত উইকেট হারিয়েছি। কোনো জুটি গড়তে পারিনি। এটাই হারের মূল কারণ।’ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও রোভম্যান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের মান রক্ষা করেন। তাঁর ৪১ রানেই ওয়েস্ট ইন্ডিজের রান ১৪৮-এ যায়। অভিষেক ওয়ানডে খেলতে নেমে ওপেনার ইয়র্ন ওটলি ভালো করেছেন। অধিনায়ক জেসন মোহাম্মদ আজকের ম্যাচে ইতিবাচক কিছু খুঁজে নিচ্ছেন এই দুই ক্রিকেটারের পারফরম্যান্স থেকে।

আরও পড়ুন:

বিষয়: