ঢাকা শুক্রবার
১৮ জানুয়ারী ২০২৪
১০ আগস্ট ২০২১

আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্বিত : মুশফিক


নিউজ ডেস্ক
181

প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১
আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্বিত : মুশফিক



পঞ্চাশ বছরে পা দিল দেশের অন্যতম সেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রাজধানীর অদূরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র মুশফিকুর রহিম। যিনি জাতীয় ক্রিকেট দলের সুপারস্টার। আজ এই বিশেষ দিনে সোশ্যাল সাইটে এক ভিডিওবার্তায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক। জাহাঙ্গীরনগরের ইতিহাস বিভাগের ছাত্র হিসেবে তিনি গর্ব অনুভব করেন। এই বিশ্ববিদ্যালয় তাকে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে গড়ে তুলেছে। ভিডিওবার্তায় মুশফিক বলেন, 'আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাহাঙ্গীরনগরের পঞ্চাশ বছর পূর্তিতে আমি সম্মানিত সাবেক, বর্তমান সকল শিক্ষার্থী-শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে সবসময় গর্ব অনুভব করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে। বিশেষ করে, আমি আমার প্রিয় ডিপার্টমেন্ট, ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ আমার ব্যাচের সকল বন্ধু-বান্ধবীদের নিকট চির কৃতজ্ঞ।' 'আমি আশা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বর্তমানে কোভিড-১৯ মোকাবিলা করে খুব শিগগিরই আমাদের প্রিয় ক্যাম্পাস শিক্ষার আলোয় আলোকিত হয়ে পুনরায় ফিরে আসবে, এই আশা ব্যক্ত করছি। পরিশেষে উক্ত আয়োজনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্‌ হাফেজ।'

আরও পড়ুন:

বিষয়: